কুড়িগ্রামে আন্তঃ থানা আইজি কাপ যুব কাবাডি খেলা শুরু হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্ ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ। উদ্বোধনী খেলায় কুড়িগ্রাম সদর থানা কাবাডি দল নাগেশ্বরী থানা কাবাডি দলকে ৫৯-৩৮ পয়েন্টে পরাজিত করে। অপর দিকে ভুরুঙ্গামারী থানা কাবাডি দল ফুলবাড়ী থানা কাবাডি দলকে ৫৭-২৪ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উঠে।এছাড়াও সোমবার সকালে উলিপুর থানা কাবাডি দল রৌমারী থানা কাবাডি দলকে ৫২-২৯ পয়েন্টে পরাজিত করে সেমিফাইনালে উঠে।খেলায় জেলার কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, রৌমারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার ৯ টি থানা দল অংশ নেয়। (আগামীকাল) মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।