ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহ্বায়ক আমিনুল ইসলাম বুলু বলেন, অবৈধ বোলিং অ্যাকশনের জন্য টি২০ বিশ্বকাপের মাঝপথে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে অযৌক্তিক বলেছেন। টি২০ বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্টের মাঝপথে কেন তাদের বোলিং নিষিদ্ধ করা হল ? টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশের দুই বোলারকে বাদ দেওয়ার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তাদের বোলিং অ্যাকশনে কোন সমস্যা থাকলে টুর্নামেন্টে শুরুর আগেই ব্যবস্থা নেওয়া যেত। এটা অযৌক্তিক এবং খুবই রূঢ় সিদ্ধান্ত। বুলু আরো বলেন টি২০ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বাংলাদেশ যখন ঘুরে দাড়ানোর চেষ্টা করছে, ঠিত তখনই দলের দুই সেরা বোলারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আইসিসি। বাংলাদেশকে নিয়ে এই “ঘৃণ্য ষড়যন্ত্রের” তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিজ্ঞপ্তি