বিএফইউজে ও ডিইউজে’র অনশন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজধানীর গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠন দু’টির নেতৃবৃন্দ। ৯ম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে বুধবার সাংবাদিকদরা এ অনশন করবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের টেনিস গ্রাউন্ডে সকাল ১০টায় শুরু হয়ে এই অনশন কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এতে সাংবাদিক নেতৃবৃন্দ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ অনশন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ডিইউজে’র সদস্য সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।