‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলা বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাউজানে পালিত হয়েছে জতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বও থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুনায়েদ কবির সোহাগ, অফিস সহকারী সাধন চাকমা, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমীনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমূখ।