গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪০ বোতল ফেনসিডিল সহ আবু হোসেন (৩৫) নারে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগদাফার্ম এলাকায় হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে তাকে আটক ও এসব ফেনসিডিল উদ্ধার করেন। আটককৃত আবু হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামের আঃ হাকিমের ছেলে।
থানা পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, ঘোড়াঘাট রোডে বাগদাফার্ম এলাকা হতে ঢাকাগামী হানিফ পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আবু হোসেন কে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।