পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ২দিন পর বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। চলছে লোড আনলোডিংয়ের কাজ। কমতে শুরু করছে পণ্য ও যানজট। বন্দর ব্যবহারকারিরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। টানা ২ দিনের ক্ষতি পুষিয়ে নিতে বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা খালাস কার্যক্রম করছেন জোর গতিতে।
বেনাপোল স্থলবন্দর পরিদর্শক মনির হোসেন জানান, মঙ্গলবার ছিল ১ মে ও বুধবার শবে বরাতের সরকারি ছুটি। ফলে এ বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য ছিল বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে ভারতের সাথে আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ১৭৩ ট্রান পণ্য বন্দরে প্রবেশ করেছে রফতানি হয়েছে ৬৬ট্রাক পন্য। বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে জোর গতিতে কাজ চলছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।