প্রকাশ : ২৭ জুন, ২০১৮ ১৮:১২:০১আপডেট : ২৮ জুন, ২০১৮ ০০:১৪:০০ |
ভারতীয় মাহিন্দ্রার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি
ফেরদৌস হোসেন বাবু
চলো রে বাংলাদেশে ক্যাম্পেইন ঘোষণা অনুষ্ঠানে ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়।
২৭ জুন বুধবার অনুষ্ঠানে তাদের নতুন পণ্য মাহিন্দ্রা ম্যাক্সিমো হেভি ডিউটি, এইচডি পিক আপ গাড়ি উদ্বোধন করা হয়।
মাহিন্দ্রার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
১০০টি দেশে নিজেদের উপস্থিতি সম্পর্কে একটি ধারণা দেন মাহিন্দ্রা গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় জাদভ।
তিনি বলেন, আমাদের ব্র্যান্ড ক্যাম্পেইন চলো রে উদযাপন মাহিন্দ্রার জন্য গর্বের। আমরা গ্রাহকদের পছন্দ ও জাতির প্রত্যাশাকে কখনোই ভুলি না।
মাহিন্দ্রা গ্রুপের পক্ষ থেকে বলা হয়, এদেশে তাদের কর্মীদের অর্ধেকই বাংলাদেশি এবং এই কর্মসংস্থানের সুযোগ করতে পেরে এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা কে পেয়ে আমরা গর্বিত।
মাহিন্দ্রার বাংলাদেশ প্রধান রবিন দাসের দাবি, ট্রাক্টর, পিক আপ ও স্কুটার বিক্রিতে বাংলাদেশের বাজারে তারা শীর্ষে।
র্যাংগস মোটরস লিমিটেড, কর্ণফুলি লিমিটেড, র্যানকন অটোস ও আফতাব অটোমোবাইল লিমিটেড প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।