আজ বৃহস্পতিবার থেকে দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হলো তিনদিন ব্যাপী দিনাজপুর জেলা ইস্তেমা। ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে।
এতে প্রায় ১০লাখ মুসল্লী ইস্তেমায় অংশ নিচ্ছে বলেন আয়োজকরা আশা করছেন। ইস্তেমার আয়োজনকে কেন্দ্র করে ইস্তেমা ময়দানে ব্যস্ত সময় পার করছেন তাবলিগের মুরব্বিরা।
উপজেলা তাবলিগের আমীর মো. আফতাব উদ্দিন বলেন, তাবলিগের কেন্দ্রীয় সিদ্ধান্তে এ বছর দিনাজপুর জেলা ইস্তেমা আজ বৃহস্পতিবার ফুলবাড়ীতে অনুষ্ঠিত হবে। জেলা ইস্তেমার আমীর মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের আয়োজক কমিটির ইস্তেমার সার্বিক কাজ করছেন। আমবয়ানের মধ্য দিয়ে ইস্তেমার কাজ শুরু। আগামী শনিবার (৮ সেপ্টেম্বর) আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী ইস্তেমার সমাপ্তি ঘটবে।
ইতোমধ্যে জেলা ইস্তেমায় অংশ নিতে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাবলিগ জামায়াতের দল আসতে শুরু করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, ইস্তেমার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য দিনাজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।