স্থলবন্দর বেনাপোলে ট্রাক সরানোকে কেন্দ্র করে বাংলাদেশী আনসার সদস্য ও ভারতীয় ড্রাইভারদের মধ্যে সংষর্ঘের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রয়েছে। শুষ্ঠ বিচারের দাবীতে পন্য পরিবহন বন্ধ করে রেখেছেন ভারতীয় ট্রাক ড্রাইভার রা। ফলে বেনাপোল ও ভারতের পেট্টাপোল বন্দর অভ্যান্তরে আটকা পড়েছে দুহাজার পণ্যবাহি ট্রাক। ক্ষতিগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্য। এসব বিষয়ে সুরাহের চেষ্টা চলছে বলে জানায় বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা
বেনাপোল স্থলবন্দররের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনাসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো: বদিউজ্জামান জানান, সোমবার দিবাগত রাতে বেনাপোল বন্দর অভ্যান্তরে মেইন রোডের উপর থেকে জট নিরসনে একটি ভারতীয় ট্রাক সরাতে বলে দায়িত্বরত আনসার সদস্যরা। এসময় ভারতীয় ট্রাক ড্রাইভারের সাথে কথাকাটা কাটি হয়। পরে সীমান্ত এলাকায় কয়েকজন ভারতীয় ট্রাক ড্রাইভার একজোট হয়ে আনসার সদস্যের উপর হামলা চালায়। আতœ রক্ষার চেষ্টা করে আনসার সদস্যরা। এসময় উভয়ের মধ্যে
হাতাহাতির কে পর্যায়ে ধাওয়া ধায়ীর ঘটনা ঘটে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত১০টার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মেইন সড়ক দিয়ে ভারত থেকে পন্য আমদানি বন্ধ রয়েছে। তবে রফতানি সচল আছে বলে জানান তিনি।ভারতীয় ট্রাক ড্রাইভাররা কোন পন্য পরিবহন না করায় আমদানি বানিজ্য রয়েছে বন্ধ। তবে বেনাপোল বন্দর ও কাষ্টমসের কাজকর্ম সচল রয়েছে বলে জানান তিনি।
এদিকে পেট্টাপোল বন্দর এলাকায় উক্ত ঘটনার জেরে ভারতীয় ট্রাক ড্রাইভাররা বাংলাদেশী সিএন্ডএফ কর্মচারীদের লাঞ্চিত করছেন বলে অভিযোগ করেছে সংশ্লিষ্টরা।
ভক্সপপ০১ সিএন্ডএফ কর্মচারী-০১জন।