দিনাজপুরের বীরগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬৮ তম বীরগঞ্জ শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার বীরগঞ্জ পৌর শহরের দত্ত প্লাজায় ব্যাংকের পরিচালনা পরির্ষদের চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেন এসবিএসি ব্যাংকের ৬৮তম শাখাটি উদ্বোধন করেন।
প্লাজার ছাদে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে ও শাখা ব্যাবস্থাপক আবু জাফরের পরিচালনায় বক্তব্য রাখেন বীরগঞ্জ দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ মাঈন উদ্দিন আহম্মেদ, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ইয়াকুব আলী বাবুল, দিনাজপুর জেলা পরিষদের সদস্য আ’লীগ নেতা মো. নুর ইসলাম নুর, বিশিষ্ঠ ব্যবস্যায়ী বিএনপির নেতা রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস.এম.আমজাদ হোসেন বলেন, ব্যাংকিং একটি সেবামূলক ব্যবসা। গ্রাহকদের কাছে আমরা সেবা বিক্রি করি। বে-সরকারী ব্যাংক হিসাবে কৃষকদের নিয়ে আমরাই প্রথম কাজ শুরু করি। সুতরাং সেবাই আমাদের শক্তি। আমাদের ব্যাংকে কোনো গোপন চার্জ নেই। গ্রাহকের অজ্ঞাতে কোনো অর্থ কর্তন করা হয় না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোত্তম সেবা দিতে প্রস্তুত। এ ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বনামধন্য ব্যবসায়ী, সফল পেশাজীবী, আর্থিক খাত বিশ্লেষকের সমন্বয় ঘটেছে, যাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।