যশোরেরর শার্শা নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বুধবার সকালে উলাশি কুচেমোড়ার একটি পেঁপে বাগান থেকে গুলিবৃদ্ধ অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শার্শা থানার উপ-পরিদর্শক কবির হোসেন জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুচেমোড়ায় দুই দল মাদক বিক্রেতার গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ।সেখানে অঙ্গাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।সেখানে একটি ওয়ান শুর্টার গান, একটি গুলি ও দেড় কেজি গাজা পাওয়া যায় ।
পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা।