‘আলোকে আঁধার হোক চূর্ণ’ স্লোগানে কানাডায় উদ্বোধন হলো দুই দিনব্যাপী ‘১৩তম টরন্টো বাংলা বইমেলা’, চলবে ৬ ও ৭ জুলাই।
স্থানীয় সময় ৬ জুলাই শনিবার টরন্টোয় এ মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।
কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, বাংলা ভাষা পৃথিবীর ষষ্ঠতম ভাষা। এ ভাষাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইমেলার মধ্যে দিয়ে আমাদের নতুন প্রজন্ম জয় বাংলা শ্লোগানে সারাবিশ্বে মাথা তুলে দাঁড়াবে।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনন্যা প্রকাশের মনিরুল হক, অন্বয় প্রকাশের শিশুসাহিত্যিক হুমায়ুন কবির ঢালী, সন্দেশ প্রকাশের লুৎফুর রহমান, নিউ ইয়র্কের কবি আব্দুল্লাহ আল হাসান, শেলী জামান ও ওয়াশিংটন ডিসির লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ।
বইমেলায় স্টল নিয়ে অংশ নিয়েছে অনন্যা প্রকাশ, অন্বয় প্রকাশ, প্রথম আলো উত্তর আমেরিকা, কথা প্রকাশ ও সন্দেশ প্রকাশসহ কানাডার কয়েকটি প্রকাশনী সংস্থা।
লেখক জসিম মল্লিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে গান শোনান শান্তা রহমান, নাচ পরিবেশন করেন শুকণ্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা। বইমেলার উদ্বোধনের আগে টরন্টোর ডানফোর্থ রোডে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।