ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যাংকিং বুথ সম্প্রতি ফেনী সদর হসপিটাল মোড় এলাকার বেলাল টাওয়ারে বুধবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান, ফেনী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুল বারিক, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনসুরুল হক, ফেনী উত্তরা হসপিটালের চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া ও ব্যাংকের কলেজ রোড শাখা প্রধান মনছুরুল আলম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।