কাতারে ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে এশিয়া সফর করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারই অংশ হিসেবে বাংলাদেশে আগমন ফিফা সভাপতির। ১৭ অক্টোবর ভোরে একদিনের সফরে বাংলাদেশে আসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানিস্তো। ঢাকায় পা রাখার পর সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় তারা বাংলাদেশের ফুটবলের উন্নতি ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের সম্প্রতি উন্নতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার নেয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন।