দেশে অসংখ্য মানুষ রয়েছেন যারা শখের বশে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি পশু-পাখি লালন-পালন করেন। এক্ষেত্রে পছন্দের প্রাণীটিকে নিয়ে অনেককেই মাঝে মাঝে নানা সমস্যা ও দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সরকারি হাসপাতালগুলোয় সমস্যা সমাধানে উদ্যোগ নিলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। আধুনিক সুবিধা না থাকায় শুধুমাত্র অনলাইনে কিংবা সোস্যাল মিডিয়ায় পাওয়া টোটকাই হয়ে উঠে একমাত্র সমাধানের পথ; যা বিড়ম্বনায় ফেলে দেশের পশু প্রেমীদের। এ থেকে পরিত্রাণে রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করছে LD Veterinary Hospital & Day Care Limited. সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, সার্বক্ষণিক ডাক্তারের নিবিড় তত্ত্বাবধানে এই হাসপাতালে পাওয়া যাবে পশু-পাখির চিকিৎসা ও তত্ত্বাবধানের জন্য আধুনিক সুবিধা। ফলে আপনার প্রিয় প্রাণীটি থাকবে নিরাপদ ও আপনি থাকবেন নিশ্চিন্ত। আর এ লক্ষ্যেই ২ নভেম্বর পশু-পাখিদের সর্বাধুনিক চিকিৎসা সেবা দেওয়ার জন্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো LD Veterinary Hospital & Day Care Limited. সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক এবং মৎস্য অধিদপ্তর (প্ল্যানিং অ্যান্ড রিসোর্স সার্ভে)- এর ডিরেক্টর ড. কাজী ইকবাল আজম। এছাড়াও এতে অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন প্রমিস্কো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মৌসুমী ইসলাম ও হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন করেন ড. মাকসুদুল হাসান।
" />
অনুষ্ঠানে প্রমিস্কো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মৌসুমী ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে পশু-পাখি প্রেমীরা প্রতিদিন এখানে নানা ধরণের সেবা পাবেন। তিনি আরো বলেন,এই হাসপাতালের জেনারেল কনসালটেন্সির পাশাপাশি ইর্মাজেন্সি ওয়ার্ড, আধুনিক অপারেশন থিয়েটার, টিকা, সব ধরণের পেট কেয়ার, পেট হোটেল এবং মোবাইল সার্ভিস সুবিধা থাকবে। এছাড়াও এতে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ডায়াগনস্টিক সেন্টার থাকবে যেখানে পশু পাখির ডিজিটাল এক্সরে, আলট্রাসাউন্ড, ইসিজিসহ প্যাথলজিক্যাল পরীক্ষা সহজে করা যাবে।