জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গোলাগুলিতে ভারতীয় এক সেনাসহ দুই জন নিহত হয়েছে। নিহতদের এক জঙ্গি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।
১২ আগস্ট বুধবার সকালে পুলওয়ামার কামরাজিপোরায় ভারতের নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই অঞ্চলে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি উপস্থিতির খবর পেয়ে কামরাজিপোরায় অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনী। সেখানেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এ সময় আহত হয় দুই সেনা। তারপরই শুরু হয় গোলাগুলি। পরে আহত দুই সেনাকে সেনা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক সেনার মৃত্যু হয়।
এ সময় একটি একে রাইফেল ও অনেকগুলি গ্রেনেড উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান এখনও চলছে।