শেরপুরের শ্রীবরদীতে বিষধর সাপের ছোবলে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেন মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর সাপ মাহিনের পায়ে ছোবল দিলে, পরিবারের সদস্যরা রাতেই মাহিনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মাহিনের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।