মানিকগঞ্জ সদর থানাধীন হাটীপাড়া ইউনিয়নের চরবংখুরী গ্রামের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আব্দুল করিম মাওলানা’র (আল হাসানী, আল হোসাইনী, আল মাইজভান্ডারী) সহধর্মিণী বেগম রাহেলা করিম এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার, ১৯ অক্টোবর। ২০১৪ সালের ১৯ অক্টোবর ৯০ বছর বয়সে তিনি এই নশ্বর পৃথিবী থেকে ওফাত হয়েছেন। বেগম রাহেলা করিম ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন আরঘোসাইল (হাজী বাড়ি) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা এখলাস মুন্সি ঢাকা’র নবাবগঞ্জের সজ্জন এবং মা অহেরুন নেসা (ফরিদপুরের বিখ্যাত ‘পাল বাড়ি’র বিশিষ্ট ব্যক্তিত্ব ‘রহমত পাল’ এর কন্যা) ইসলামী পর্দানশীল ও দানশীল ব্যক্তিত্ব ছিলেন। বেগম রাহেলা করিম এর স্বামী হযরত আব্দুল করিম মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা ছিলেন। বেগম রাহেলা করিম জীবদ্দশায় অত্যন্ত উদার মন এবং দানশীল ব্যক্তি ছিলেন। তাঁর উদারতা ও দানশীলতার বিষয়টি আজো ওই এলাকায় মানুষের মুখে মুখে আলোচিত। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ‘বিশ্ব করিম মঞ্জিল’ এর গদীনশীন পীর হযরত শাহ আলমগীর হোসেন আলী বেগম রাহেলা করিম এর বড় পুত্রসন্তান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আব্দুল হাই মেঝ, ব্যবসায়ী-রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নাসির উদ্দিন সেঝ ও পাক্ষিক টাইমওয়াচ ম্যাগাজিন ও ডেইলি অনলাইন www.timewatch.com.bd সম্পাদক এ কে নাহিদ তাঁর কনিষ্ঠ পুত্রসন্তান। এছাড়াও তাঁর দু’কন্যা সন্তান হলেন- বেগম সালেহা সাবের ও রোকেয়া বেগম। উল্লেখ্য, বেগম রাহেলা করিম বার্ধক্যজনিত কারণে এই দিনে নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সোমবার, ১৯ অক্টোবর । এ উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মা’র শান্তি কামনায় আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি