দেশে কোরোনা ভাইরাসের মহামারিতে অনেকেই হারিয়েছেন আপনজন। অনেকের আত্মীয়-পরিজন অসুস্থ। এ প্রেক্ষিতে এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপের বন্ধুদের মারা যাওয়া আত্মীয়স্বজনের আত্মার শান্তির জন্য ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য এবং সারা বিশ্বের পরপারে চলে যাওয়া সবার আত্মার শান্তির জন্য ও অসুস্থ সবার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
আজ ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা খিলগাঁ বাজার সংলগ্ন মাদ্রাসায় ও এতিমখানায় দোয়া এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের এ আয়োজন করা হয়।
এতে খিলগাঁ বাজারের গণ্যমান্য ব্যক্তি, এসএসসি ৯৮ এইচএসসি ২০০০ ফ্রেন্ডস গ্রুপের অ্যাডমিনগণ, বন্ধু মেম্বারগণ উপস্থিত ছিলেন।
এসময় মোনাজাতে সারা বিশ্বের মানবজাতির সুস্থতা, সুখ-শান্তি ও কল্যাণের জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং কোরোনা ভাইরাসের মহামারি থেকে দেশ ও দেশের জনগণ সবার সুস্থতা ও পরিত্রাণের জন্য দোয়া চাওয়া হয়।