মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এবং এসিই অ্যাডভাইসারী এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এ সি ই অ্যাডভাইসারী বিশেষায়িত ব্যাক অফিস বিওপি, উপদেষ্টা, পরামর্শ এবং পেশাদারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
ঢাকার গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিগত ১৭ জানুয়ারী ২০২১ তারিখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আহসান-উজ জামান এর উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংক লিঃ এর হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন মোঃ জাভেদ তারেক খান এবং এ সি ই অ্যাডভাইসারী এর ফাউন্ডার পার্টনার মোন্তাকিম আহমেদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা চুক্তির আওতায় এ সি ই অ্যাডভাইসারী তাদের প্রতিদিনের ব্যবসায়ীক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম দেশব্যাপী পরিচালনার জন্য মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম) এ্যাপ্লিকেশন ব্যবহার করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন, রিলেশনশীপ ম্যানেজার, কর্পোরেট লাইবিলিটি ইউনিট প্রশান্ত কুমার সাহা এবং এ সি ই অ্যাডভাইসারী এর অপর ফাউন্ডার পার্টনার সিজান এম চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।